বিশ্বকাপে ওপেনিং জুটি নিয়ে বেশ ভালোই ধুঁকছিল বাংলাদেশ। তবে দলের এক প্রান্🐲ত ধরে রেখে ঠিকই রান করে যাচ্ছেন টাইℱগার ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। সুযোগ পেয়েই তিন ম্যাচের মধ্য দুই ম্যাচেই করেছেন ফিফটি। এমনকি সামনের ম্যাচগুলোতেও রান করতে চান এই টাইগার ওপেনার। এক ভিডিও বার্তায় এমন কথাই জানিয়েছেন তিনি।
এক ভিডিও বার্তায় ওপেনার মোহাম্মদ নাঈম বলেন, ‘আসলে সবসময়ই আমি চাই রান করতে। রান ꧅করলে যে কোন ব্যাটসম্যানের আত্মবিশ্বাস বেশি থাকে। কোন ইভেন্ট থাকলে তো আমার বেশি ফোকাস থাকে। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ইভেন্টে ফোকাসটা বেশি রাখতে হয় ধারাবাহিক রান করার জন্য। আসলে প্রতি ব্যাটসম্যানেরই ব্যাক্তিগত পরিকল্পনা থাকে। সেরকম আমারও আছে। আর উইকেট দেখেই তো অবশ্যই খেলতে হয়। উইকেট, কন্ডিশন দেখে নিজের পরিকল্পনার সঙ্গে অ্যাডজাস্ট করে এরপর ব্যাটিং করতে হয়।’
অনেকদিন ধরেই ওমানে আছে বাংলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাদশ✤। এরপর আবার সেখান থেকে দুবাই গিয়েছে টাইগাররা। সেখানের কন্ডিশন নিয়ে নাঈম বলেন, "দুবাই-ওমানের কন্ডিশন একইরকম। অনেক দিন এখানে আছি আমরা। তো এখানে আমরা কন্ডিশনের সঙ্গে অনেকটাই অ্যাডজাস্ট করেছি।"
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও আগামী ম্যাচগুলোতে জিততে চ🐽ান নাঈম। নাঈম বলেন, "আমরা কাল কোন একটা মিসটেকের কারণে জিততে পারিনি। ইনশা আল্লাহ, আমাদের ফোকাস থাকবে সামনের ম্যাচগুলোতে যেন ღতিনটা ডিপার্টমেন্টে ভালো করতে পারি।’